Site icon suprovatsatkhira.com

সংসদ সদস্যসহ রাষ্ট্র পক্ষের আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা ও অশালীন বক্তব্যের প্রতিবাদে সমাবেশ

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানার ব্যবহার করে স্থানীয় ৩ সংসদ সদস্যসহ রাষ্ট্র পক্ষের আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা কটূক্তিমূলক ও অশালীন বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্বরে আইনজীবীরা এ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাড. এস এম হায়দার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জজকোর্টের বিজ্ঞ পিপি অ্যাড. আব্দুল লতিফ, জিপি অ্যাড. শম্ভ‚ নাথ সিংহ, নারি ও শিশু আদালতের স্পেশাল পিপি অ্যাড. জহুরুল হায়দার, এডিশনাল পিপি অ্যাড. শেখ আব্দুস সামাদ, অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু, অতিরিক্ত পিপি অ্যাড. গাজী উকালাত হোসেন, অ্যাড. শেখ মিজানুর রহমান, এপিপি অ্যাড. হাবিব ফেরদৌস শিমুল প্রমুখ।

অ্যাড. সাইদুজ্জামান জিকোর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, অ্যাড. আল মাহমুদ পলাশ, সাবেক এপিপি অ্যাড. তৌহিদুর রহমান শাহীন, অ্যাড. রেশমা পারভীন, অ্যাড. মনির উদ্দিন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘বিতর্কিত ব্যক্তিরা আওয়ামী আইনজীবী পরিষদের নামের ব্যানার ব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের নির্বাচিত এমপি ডা. আ ফ ম ডা. রুহুল হক, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও এস এম জগলুল হায়দারের নামে মিথ্যা অপবাদ দিয়েছে। এছাড়া মিথ্যা ও আইনজীবীদের স্বাক্ষর জাল করে রাষ্ট্র পক্ষের আইনজীবী বিজ্ঞ পিপি অ্যাড. আব্দুল লতিফের বিরুদ্ধে মনগড়া অভিযোগ তুলেছে’।

বক্তারা বলেন, ‘ভুঁইফোঁড় ৬ জন লোক আর ব্যানার নিয়ে এমপি ও পিপি, এপিপিদের নামে মিথ্যা বক্তব্য দিয়ে আওয়ামী আইনজীবী নেতৃবৃন্দকে বিভাজন করতে চাইছে ওই স্বার্থান্বেষী মহল’। বক্তারা আরও বলেন, ‘কথিত ওসমান গনিরা স্বার্থ হাসিল করতে চাইছে। তার যোগ্যতা সম্পর্কে আমরা অবগত ছিলাম। আজহাররা কি ক্ষতি করেছে তা অপূরণীয়। তার অদক্ষতার জন্য জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা আজ স্থগিত হয়ে আছে। টাকার বিনিময় আইন পদ পাওয়ার কথা বলে আজহাররা বক্তব্য দিয়েছে। তারা ঘোলা পানিতে মাছ স্বীকার করার হীন চেষ্টা করছে’।

বক্তারা বলেন, রাজনৈতিক যোগ্যতা দেখেই আমাদের আইন পদে দায়িত্ব দিয়েছে সরকার। আগামীতে সরকারের এমপি ও বিজ্ঞ পিপি, জিপি এপিপিদের বিরুদ্ধে আওয়ামী ব্যানার ব্যবহার করে মিথ্যা কটূক্তি ও অশালীন বক্তব্য দিলে দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে আইনজীবীরা হুঁশিয়ারি দেন। তারা আরও বলেন, ‘কোন সমস্যা হলে আসেন আলোচনা করে সমাধান করব কিন্তু মিথ্যা বক্তব্য দিলে তার পরিণাম ভাল হবে না’। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাড. অনিত মুখার্জি। এ সময় আইনজীবী সমিতি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
error
fb-share-icon
Exit mobile version