ডেস্ক রিপোর্ট : জেলাবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে দেবহাটার পারুলিয়ায় চির নিদ্রায় শায়িত হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের স্ত্রী নূরজাহান আহমেদ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় পারুলিয়াস্থ নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজা নামাজে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ এবং মরহুমার স্বামী মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার, মরহুমের পুত্র ব্যাংকার রাজীব আহমেদ, কন্যা ডা. নূপুর, জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ জেলার অসংখ্য শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। উল্লেখ্য নূরজাহান আহমেদ এলাকার একজন সৎ ও মানবিক মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি এলাকার মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতেন। অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী ও দানবীর ছিলেন। তার মৃত্যুতে জেলাবাসী গভীরভাবে শোকাহত।