Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে বিয়ের দাওয়াতে এসে খুঁজে পেল ১৫ বছর আগে হারিয়ে যাওয়া মাকে

হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : হারিয়ে যাওয়ার দীর্ঘ ১৫ বছর পর গর্ভধারিণী মা বৃদ্ধা নাসিমা বেগমকে খুঁজে পেয়েছে বাগেরহাটের আলামিন ও আলাউদ্দিন। মানসিক ভারসাম্যহীন নাসিমা বেগমের বয়স আনুমানিক ৭০ বছর। তিনি বাগেরহাট জেলার মংলা থানার জিরো ধারাবাজি ঘরখোন্ড গ্রামের বাসিন্দা। প্রায় ২ বছর ধরে শ্যামনগর উপজেলার গাবুরা চাঁদনীমুখা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজার আশ্রয় নিয়েছিলেন তিনি। সঠিক ঠিকানা বলতে না পারায় তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। ইতিপূর্বে তিনি নিজের নাম ঠিকানা বলতে না পারায় তাকে আবেদা নামে ডাকতো এলাকাবসী। বৃদ্ধার দুই ছেলে জানান, ‘আমাদের মাকে আমরা ১৫ বছর ধরে খুঁজে পাচ্ছিলাম না। দেশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেছি। অবশেষে গাবুরায় একটা বিয়ের দাওয়াত খেতে এসে আমরা জানতে পারি আমাদের মা এখানে আছে। আমাদের মাকে পেয়ে আমরা খুব খুশি’। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম জানান, ‘২ বছর আগে এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল নাসিমা বেগম। এমন অবস্থা দেখে তাকে চাঁদনীমুখা বাজারে এক দোকানে আশ্রয় দেন। ২ বছর ওই বৃদ্ধা এই এলাকায় অবস্থান করছিলেন। এরপর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তার দুই ছেলে এসে শনাক্ত করে মাকে সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version