নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সদরের দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় শ্যামনগর সদর ইউনিয়নের নকীপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৪৩ ধারা মোতাবেক উক্ত বাজারের বাস স্ট্যান্ড সংলগ্ন আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ৪ হাজার টাকা এবং একই বাজারের অরিজিনাল সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে শ্যামনগর থানা পুলিশের এ.এস.আই মো. মনির হোসেন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।