Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে আ.লীগ নেতার বাড়ি ভাঙচুর অর্থ লোপাট ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট : শ্যামনগরে প্রভাবশালী কর্তৃক এক আওয়ামী লীগ নেতার বাড়ি ঘরে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর, লুট-পাট ও অর্থ আত্মসাৎ এবং নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শ্যামনগর উপজেলার হাওয়ালভাংগী গ্রামের মুহা. আহম্মদ আলী সরদারের ছেলে মাও. মুহা. ইসমাঈল হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ১০ নং আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এবং আমার স্ত্রী রাশিদা পারভীন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সহ-সম্পাদক।

পূর্ব শত্রæতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ৩০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নকিপুর(জাবাখালী) গ্রামের মৃত গোলাম মোস্তফা গাজীর ছেলে রেজাউল করিম, শাহিনুর রহমান শাহিন ও মিজানুর রহমান মিজান, রেজাউল করিমের ছেলে আসাদুল ইসলাম, দক্ষিন-পশ্চিম আটুলিয়া গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে আজগর হোসেন, হাওয়ালভাংগী গ্রামের মৃত খতিব সরদারের ছেলে আব্দুল হাই, রুহুল আমিন ও আব্দুল মাজেদ, মৃত রজব আলী গাজীর ছেলে আব্দুর রহিম, আব্দুর রহিম গাজীর ছেলে আব্দুর রউফ, জামাল হোসেন গাজীর ছেলে আশরাফ হোসেন আশা, মুসুর আলী গাজীর ছেলে সেলিম হোসেন, মৃত সাবুদ আলী গাইনের ছেলে সিরাজুল ইসলাম, আব্দুল হাই সরদারের ছেলে আলাউদ্দিন, সালাউদ্দিন, আজিজুল ইসলাম ও মফিজুল ইসলাম, আজিজুল ইসলামের ছেলে আশিকুর রহমান আশিক, রুহুল আমিন সরদারের ছেলে সাইফুল ইসলাম সোহাগ, আব্দুর রাজ্জাকের ছেলে আল আমিন, মৃত আছির সরদারের মেয়ে হালিমা (হালি), মৃত অহেদ বক্স সরদারের ছেলে আলিমুদ্দিন, রাজ্জাক গাইনের ছেলে উজ্জল ও আফজাল, জা বক্স গাইনের ছেলে রাজু ও সবুজ, জা বক্সের স্ত্রী তাহমিনা, হাবিবুর রহমানের স্ত্রী নুর জাহান, সাবুদ আলীর স্ত্রী ছকিনাসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন আমার বাড়িতে অনধিকার প্রবেশ করে ভাঙচুর ও লুট-পাট চালায়। আমি বাধা দিতে গেলে অস্ত্র প্রদর্শন করে তারা আমাকে মারপিট করে।

এসময় অস্ত্রের মুখে বাড়ির সবার জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে আত্মসাৎ করে। উল্লেখিতরা আমার ঘরের দেয়ালে টানানো জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে পদদলিত করে। এ ঘটনায় ৪ আগস্ট আমি বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। তাদের বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ ও মামলা রয়েছে। মাও. মুহা. ইসমাঈল হোসেন আরো বলেন, হামলাকারীরা অত্যন্ত দুর্ধর্ষ ও সন্ত্রাসী প্রকৃতির। সাধারণ মানুষকে তারা বিভিন্নভাবে হয়রানি করে থাকে। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় তারা আমাকে প্রকাশ্যে খুন জখমের হুমকি ধামকি দিচ্ছে। একই সাথে মিথ্যে মামলা দিয়েও হয়রানি করার হুমকি দিচ্ছে। ফলে তাদের ভয়ে আমি গত ১৪ আগস্ট থেকে বাড়ি ছাড়া হয়ে পালিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। সম্প্রতি তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেটে আমার ছবিসহ আপত্তির মন্তব্য ছড়িয়ে দিচ্ছে। যা অত্যন্ত মান হানিকর। তিনি উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক জীবনের নিরাপত্তা নিশ্চিত করে বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসাবে যাতে নিজ বাড়িতে ফিরতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version