Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে অপরিকল্পিত বিদ্যুৎ লাইনে এক কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে অরক্ষিত বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার শ্রীফলকাঠি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ল ফিসে রমজান আলী (১৪) নামের ওই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পরপরই এই প্রকল্পের মালিক সহ অন্যরা আত্মগোপনে চলে গেছেন বলে জানা যায়। স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে প্রকল্পের কর্মচারীরা মাছ ধরছিল। এসময় রমজান নামের ওই কিশোর মাছ কেনার জন্য এক বন্ধুর সাথে সেখানে যায়। যাওয়ার পথে বৈদ্যুতিক তারে তার পা জড়িয়ে যায়। স্থানীয়রা আরো জানান, রমজান নামের যুবক বিদ্যুৎ তারে জড়িয়েছে মর্মে লাইন বন্ধ করতে বললে কেউ এগিয়ে আসেনি বরং কর্মচারীরা বলেন কিছু মানুষকে মারার জন্য বিদ্যুতের তার দেওয়া হয়েছে। এ সময় পায়ে তার জড়ানো অবস্থায় ঘেরের পাড়ে রমজানের মৃত্যু হয়।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান অ্যাড. শোকর আলী বলেন, অপরিকল্পিত বিদ্যুৎ তার টানার ফলে রমজানের মৃত্যু হয়েছে। এ সময় তিনি আরো বলেন, বিদ্যুতের তারে জড়িয়ে সম্প্রতি স্থানীয় আবুল হোসেনের একটি গরু মারা যায়। এর কয়েক দিন আগে স্থানীয় সুবোল মÐলের স্ত্রী সুনীতি মÐল ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তার একটি আঙুল কেটে ফেলতে হয়। এ সময় তিনি প্রকল্পের মালিক সহ এই অবৈধ কাজে বিদ্যুৎ বিভাগের যে সমস্ত ব্যক্তি জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ঘটনা স্থল পরিদর্শন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এর আগেও একই স্থানে একাধিক ব্যক্তি ও গবাদি পশু বিদ্যুতের তারে জড়িয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় তিনি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুতের শ্যামনগর অঞ্চলের এজিএম মধুসুদন রায় বলেন, প্রোজেক্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মিটার থেকে দীর্ঘপথ দূরে ক্যাবল টেনে নেওয়ার ঘটনা তদন্ত করে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version