সেপ্টেম্বর ২৮, ২০২০
শেখ হাসিনার জন্ম দিনে তরুণলীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম দিন পালন এবং বাংলাদেশ আওয়ামী তরুণলীগের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী তরুণলীগের সভাপতি মো: শাহিনুর ইসলাম শাহিন। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী তরুণ লীগের সাধারণ সম্পাদক জি এম শফিউল্লাহ। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য আসাদুল হক আসাদ, জেলা তরুণলীগের সাধারণ সম্পাদক কাজী জিল্লুর রহমান, যশোর জেলা তরুণলীগের যুগ্ম সম্পাদক আবদার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, কালিগঞ্জ উপজেলা তরুণলীগের সভাপতি মুকুল আহমেদ, শ্যামনগর উপজেলা সভাপতি আবদুল আলিম, তরুণলীগ নেতা মনিরুল ইসলাম মো. নাজমুল আলম, মো. রেজাউল করিম, মো. মনিরুজ্জামান মামুন, মো. আনিকুল ইসলাম, মো. মোস্তফা জামান সহ আওয়ামী তরুণ লীগের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। 8,956,244 total views, 11,994 views today |
|
|
|