নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরাতে শিশু অধিকার ও মানবাধিকার নেটওয়ার্ক-ভুক্ত সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সাথে কৌশলগত পরিকল্পনা ও যৌথ কার্যক্রম বিষয়ক দুই দিনের জেলা পর্যায়ের কর্মশালা সমাপ্ত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সদর উপজেলা ডিজিটাল কর্নারে ইনসিডিন বাংলাদেশ আয়োজিত শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং নারীর প্রতি সহিংসতা নিরসনের উদ্দেশ্য কর্মশালাটির সমাপ্তি করেন জেলা পরিষদের সদস্য মিসেস মাহফুজা সুলতানা রুবি। ইনসিডিন বাংলাদেশ এর প্রতিনিধি সাকিবুর রহমান বাবলার পরিচালনায় কর্মশালার শেষ দিনের রিসোর্স পার্সন ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহুরা। কর্মশালায় অংশগ্রহণ করেন সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সুমনা শারমিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, শিশু বিষয়ক কর্মকর্তার অফিস ইনচার্জ শেখ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের ফিল্ড সুপারভাইজার করবী সুলতানা, প্রধান শিক্ষক সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, এনজিও প্রতিনিধি- ব্র্যাকের জেলা সমন্বয়ক মাসরুদ, সহায়ের প্রোগ্রাম অফিসার মো. আমজাদ হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোসনা দত্ত, সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের জেলা ইনচার্জ মো. রুহুল আমীন, ব্রেকিং দি সাইলেন্স জেলা ইনচার্জ মো. শরিফুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশন, জাগরণী চক্র ফাউন্ডেশন, নবজীবন, সিডো, উইমেন জব ক্রিয়েশন জেলা কোঅর্ডিনেটর ইউনুস আলী, উত্তরণ লিগ্যাল অ্যাডভাইজর অ্যাড. মনিরুদ্দীন মনে, শুভেচ্ছা মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি লিলি জেসমিন।
শিশু অধিকার ও মানবাধিকার নেটওয়ার্ক বিষয়ক কর্মশালার সমাপ্তি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/