সেপ্টেম্বর ১৩, ২০২০
শহরের কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে জমজমাট বড় বাজার
রাকিবুল ইসলাম : আগামী ১৯ সেপ্টেম্বর সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিকী নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে বড় বাজার। ব্যানার পোস্টার আর প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে বাজারের অলি-গলি। প্রার্থীরা দিনভর ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। তবে এবারের নির্বাচনে ৭টি পদের বিপরীতে ২১ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। সভাপতি পদের জন্য কাজী কবিরুল হাসান বাদশা আনারস প্রতীকে ও জাবেদ আলী ছাতা প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করছেন। সেক্রেটারি পদের জন্য মো. রওশন আলী জাহাজ প্রতীকে ও আব্দুর রহিম বাবু হরিণ প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করছেন। সহ-সভাপতি পদের জন্য মিজান বাস প্রতীকে ও শেখ মিরাজ মাহমুদ শোভন বাইসাইকেল প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করছেন। সহ-সেক্রেটারি পদে লিয়াকত হোসেন চাকা প্রতীকে ও রজব আলী চেয়ার প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করছেন। সাংগঠনিক সম্পাদক পদে তুহিন আলি মোরগ প্রতীকে, কাশেম মাস্টার বাল্ব প্রতীকে ও শুকুর আলী কলস প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করছেন। কোষাধ্যক্ষ পদে আবু সাঈদ দোয়াত কলম প্রতীকে ও শহিদ দেয়াল ঘড়ি প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করছেন। প্রচার সম্পাদক পদে নুর আমিন মাইক প্রতীকে ও ইলিয়াছ আলী মোবাইল প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করছেন। সদস্য পদে শহিদুল ইসলাম মই প্রতীকে, রায়হান গাজী মাছ প্রতীকে, রফিক মোমবাতি প্রতীকে, ফজর আলী গোলাপ ফুল প্রতীকে, ইয়াছিন আম প্রতীকে, কবির ফুটবল প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করছেন। এদিকে রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় দেখা গেছে সুলতানপুর বড় বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে নির্বাচনি পথসভায় বক্তব্য রাখেন সেক্রেটারি প্রার্থী মো. আব্দুর রহিম বাবু। এ সময় তিনি বলেন, ‘বিভিন্ন তাল-বাহানা করে প্রায় ৩০ বছর এই সমিতির নির্বাচন হয়নি। এতদিন সমিতি বা সমিতির সদস্যদের ভাগ্যের কোন উন্নয়ন হয়নি। ভোটাররা সংগঠনকে মজবুত ও শক্তিশালী করতে এবং তাদের ভাগ্যের উন্নয়নে সেক্রেটারি পদে আমাকে ভোটে দাঁড়াতে উৎসাহিত করেছে। আগামী ১৯ সেপ্টেম্বর আমার হরিণ মার্কা যদি জয়লাভ করে এবং যদি সেক্রেটারি হতে পারি তাহলে আমি তাদের ভালোবাসার অবশ্যই প্রতিদান দেব। সমিতির সকল সদস্যদের নিয়ে পরামর্শ করে নির্বাচনি ইশতেহারে দেওয়া সকল বিষয় বাস্তবে রুপ দেব। মেহনতী ও শ্রমজীবী খেটে খাওয়া সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথি হয়ে তাদের পাশে থেকে কাজ করব। এসময় সেক্রেটারি প্রার্থী মো. আব্দুর রহিম বাবু ভোটারসহ সকলের কাছে দোয়া ও হরিণ মার্কায় মূল্যবান ভোট প্রার্থনা করেন।’ সভাপতি প্রার্থী জাবেদ আলী বলেন, ‘নির্বাচনে আমি নির্বাচিত হলে কাঁচা ও পাকা বাজারের ব্যবসায়ীদের সব কিছু সুযোগ সুবিধা দেবো। সর্বদা তাদের পাশে থাকব ও ন্যায্য মূল্য আদায় করে দেব। দীর্ঘ যাবৎ বাজারে কোন উন্নয়ন মূলক কাজ হয়নি। আমি নির্বাচিত হলে উন্নয়ন মূলক কাজগুলো করব’। সহ-সভাপতি প্রার্থী শেখ মিরাজ মাহমুদ শোভন বলেন, ‘নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হলে ব্যবসায়ীদের আশা আকাক্সক্ষা পূরণ করব। সর্বদা সময় ব্যবসায়ীদের পাশে থাকব’। বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা জানিয়েছেন, ‘আমরা সৎ যোগ্য প্রার্থীদেরকেই ভোট দেব। কাঁচা ও পাকা মাল ব্যবসায়ীদের সর্বদা পাশে থাকবে তেমন যোগ্য নেতা আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত করব’। 7,963,755 total views, 6,980 views today |
|
|
|