সেপ্টেম্বর ১০, ২০২০
শরৎ উৎসবে সিঙ্গারের ফ্রি ফ্রিজ পেল দেবহাটার কামরুল
কাদের মহিউদ্দীন : সরৎ আকাশের মেঘের ভেলা, সিঙ্গারে চলছে ছাড়ের মেলা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিঙ্গার কোম্পানি সারা দেশ ব্যাপী সরৎ উৎসব হিসাবে ১লা সেপ্টেম্বর হতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেলার আয়োজন করে। গত ১ সেপ্টেম্বর দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামের বাজতুল্ল্যাহ গাজীরপুত্র মো. কামরুল ইসলাম(৩০) পারুলিয়া সিঙ্গারের শো রুম থেকে একটি বিসিডি ১৮৬ মডেলের একটি ফ্রিজ ক্রয় করে। ক্রয় করার পর এস,এম, এস লটারির মাধ্যমে গত ৪ঠা সেপ্টেম্বর একই মডেলে একটি ফ্রি ফ্রিজ প্রাপ্ত হন। বৃহস্পতিবার সকাল ১১টায় পারুলিয়াস্থ সিঙ্গারের শোরুম থেকে ফ্রি ফ্রিজ গ্রহণ করেন কামরুল ইসলাম। পারুলিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক কাদের মহিউদ্দীন এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রেতা কামরুল ইসালামের হাতে ফ্রিজটি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গারের পারুলিয়া ব্রাঞ্চের ম্যানেজার নজরুল ইসলাম, সহকারী ম্যানেজার রিয়াজুল ইসলাম, ডা. রবিউল ইসলাম, ডা. আজিজুর রহমান, আব্দুল হাকিম প্রমুখ। এ সময় কামরুল ইসলাম ফ্রি ফ্রিজ পেয়ে সিঙ্গার কোম্পানিকে ধন্যবাদ জানান এবং সন্তুষ্টি প্রকাশ করেন। 7,988,582 total views, 349 views today |
|
|
|