নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের শিকড়ি এলাকায় র্যাবের অভিযানে মো. সাইদুল গাজী (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সে উপজেলার সাতানি গ্রামের সোলেমান গাজীর ছেলে। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি মো. বজলুর রশীদ জানান, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শিকড়ি এলাকার ছয়কুড়া যাত্রী ছাউনির সামনে থেকে র্যাব-৬ এর সদস্যরা তাকে সাইদুল গাজীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১শ’ ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সকালেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে’।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/