Site icon suprovatsatkhira.com

মুজিব বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় চালু হলো অনলাইন থেলথ সার্ভিস 

ডেস্ক রিপোর্ট : “স্বাস্থ্য আপনার, সুরক্ষার দায়িত্ব আমাদের” শ্লোগানকে ধারণ করে সুস্থ, সবল, নীরোগ সাতক্ষীরা গঠনের লক্ষে জেলা প্রশাসন সাতক্ষীরা ও চিকিৎসা বিষয়ক অনলাইন পোর্টাল “চিকৎসক বার্তা” -এর আয়োজনে ১ সেপ্টেম্বর থেকে সাতক্ষীরায় শুরু হলো অনলাইন  স্বাস্থ্যসেবা, সাতক্ষীরা। জেলা প্রশাসক সাতক্ষীরা জনাব এস এম মোস্তফা কামাল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক এমপি, সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, খুলনার বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার,
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগ, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুশান্ত কুমার ঘোষ, ডক্টরস্ এন্ড মেডিকেল স্টুডেন্টস্ ফ্রম সাতক্ষীরার আহবায়ক ও চিকিৎসক বার্তা’র নির্বাহী সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ এবং আইটি বিশেষজ্ঞ ও চিকিৎসক বার্তা’র ব্যবস্থাপনা সম্পাদক নিভেল চক্রবর্তী। ডিসি সাতক্ষীরা ও চিকিৎসক বার্তা’র ফেসবুক পেজ থেকে প্রতি সপ্তাহে নির্দিষ্ট বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও সংশ্লিষ্ট সমস্যার সমাধান পাওয়া যাবে। করোনাকালে বিভিন্ন সামাজিক মাধ্যমে সাতক্ষীরাবাসীসহ সারা বাংলাদেশে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে চিকিৎসক বার্তা।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version