নিজস্ব প্রতিনিধি : সুলতানপুর বড় বাজারে শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নির্বাচনে ব্যবসায়ীদের মাঝে হরিণ মার্কার লিফলেট বিলি করে ভোট চাইলেন সেক্রেটারি প্রার্থী আব্দুর রহিম বাবু। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ০১টায় সুলতানপুর বড় বাজারে শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে সেক্রেটারি প্রার্থী সাবেক মেম্বর মো. আব্দুর রহিম বাবু হরিণ মার্কার লিফলেট বিলি ও নির্বাচনি গণসংযোগ করেছে। এ সময় সেক্রেটারি প্রার্থী মো. আব্দুর রহিম বাবু ভোটার ও ব্যবসায়ীদের দোকানে দোকানে গিয়ে হরিণ মার্কার লিফলেট বিলি ও সমিতির সার্বিক উন্নয়নে মূল্যবান ভোট দিয়ে সমিতির উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে ও সুখে দুঃখে পাশে থেকে কাজ করতে হরিণ মার্কায় একটিবার ভোট দেওয়ার আহŸান জানান।
7,988,273 total views, 40 views today