প্রেস বিজ্ঞপ্তি: নলতার বিলকাজলার মকুন্দ খালের অবৈধ নেট পাটা অপসরণ করা হয়েছে । মঙ্গলবার২৯ সেপ্টেম্বর দুপুর ১২ টায় এই অপসরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় । উক্ত অভিযানে এলাকার ভুক্তভোগী মানুষের অংশগ্রহনে অবৈধ দখলদারদের সরঞ্জাম সরিয়ে দেন । এসময় তাকে সহয়তা করেন ভাড়াশিমলা ভূমি অফিস সহকারী আহম্মাদ আলী ,স্থানীয় শফিকুল ইসলাম,আব্দুুর রহিম,সেকেন্দার আলী সহ স্থানীয় ব্যক্তিবর্গ । এ সময় খালের ১ কিলোমিটার এলাকা দখলমুুক্ত করা হয় । নায়েব ইউনুচ চিশতী বলেন “জলাব্ধতা নিরসনের জন্য জেলা প্রশাসক মহোদয়ের নিদেশ মোতাবেক সকল খাল দখলমক্ত করার অভিজান চালু করা হয়েছে । নির্দেশ অমান্য কারীদর আইনের আওতায় আনা হবে”