সেপ্টেম্বর ১, ২০২০
বিতর্কিত সংগঠনের আহবায়ক মিলি ও মোস্তাফিজ গ্রেফতার হওয়ায় মিষ্টি বিতরণ
নিজস্ব প্রতিনিধি: অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ট্রলি চালকের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের মামলায় সাতক্ষীরা বেস্টটীমের আহবায়ক এ্যাডভোকেট শাহানাজ পারভীন মিলি ও তার স্বামী বেস্টটীমের এ্যাডমিন মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করায় স্বস্তি প্রকাশ মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেন এলাকাবাসী। উল্লেখ্য: পারিবারিক একটি বিরোধকে কেন্দ্রকরে সাতক্ষীরার বিতর্কিত সংগঠন বেস্ট টিমের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট শাহানাজ পারভীন মিলি এবং তার স্বামী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তালাক প্রেরিত স্ত্রী মাছুরা বেগম (আলমের তালাক প্রাপ্ত স্ত্রী), কুলিয়া গ্রামের মোশারফ হোসেন, আবুল হোসেন সহ অজ্ঞাত ৪/৫ ব্যক্তি বেস্টটীম পরিচয়ে গত শুক্রবার (২৮শে আগস্ট) সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামের মৃত আব্দুল মালেক সরদারের ছেলে আলম হোসেনের বসতবাড়ি তালা ভেঙ্গে ঘরে থাকা স্টিলের আলমারিতে রক্ষীত নগদ ১৫,১০০/- টাকা, জমির দলিল, মূল্যবান কাগজপত্র নিয়ে চলে যায়। এঘটনায় ভুক্তভোগী আলম বাদী হয়ে গত ২৯শে আগস্ট সাতক্ষীরা সদর থানায় স্ত্রী মাছুরা বেগম, কুলিয়া গ্রামের মোশারফ হোসেন, আবুল হোসেন, বেস্টটীমের এ্যাডমিন মোস্তাফিজুর রহমান তার স্ত্রী বেস্টটীমের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য শাহানাজ পারভীন মিলিসহ ৫জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ২৯শে আগস্ট ভুক্তভোগীর দায়েরকরা অভিযোগটি ৩১ আগস্ট মামলা হিসেবে গণ্য করে সাতক্ষীরা সদর থানা পুলিশ। । পুলিশ জানায় সাতক্ষীরা হতে পালিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার (১ই সেপ্টেম্বর) রাত দেড়টার সময় সাতক্ষীরা শহরের নিউমার্কেটস্থ সাতক্ষীরা ফার্মেসী সংলগ্ন বাসা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। 8,013,214 total views, 8,114 views today |
|
|
|