ডেস্ক রিপোর্ট : বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অভিযানে ১ কেজি ৫শ’ ৭০ গ্রাম স্বর্ণের বার মো. সাব্বির হোসেন (১৮) নামে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বৈকারী বিওপির টহল কমান্ডার সুবেদার শ্রী অনিত কুমার কুন্ডু’র নেতৃত্বে বৈকারী থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। বিজিবি জানায়, বৈকারী এলাকায় অভিযান চালিয়ে ৯৪ লক্ষ ২১ হাজার ৭শ’ ২৭ টাকা মূল্যের ০১ কেজি ৫শ’ ৭০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ মো. সাব্বির হোসেনকে আটক করা হয়। সে সদরের ছয়ঘরিয়া এলাকার হারুন অর-রশিদের ছেলে। আটককৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং জব্দকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, পিবিজিএম, পিএসসি, জি।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/