Site icon suprovatsatkhira.com

বানভাসিদের জন্য সরকারের পাশাপাশি জেলা পুলিশও ভূমিকা রেখে চলেছে- পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান

সমীর রায়, নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভাঙন কবলিত এলাকার জন্য টেকসই বেড়ি-বাঁধ নির্মাণ করতে আমরাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি। কোন মানুষ যাতে অভুক্ত না থাকে তাই সরকারের পাশাপাশি জেলা পুলিশও ভূমিকা রেখে চলেছে। এই পরিস্থিতির মধ্যেই আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সেবা দিয়ে যাচ্ছে। তাই নাশকতামূলক কোন কর্মকাÐ থেকে যেমন বিরত থাকবেন তেমনিভাবে গরিবের ত্রাণ সামগ্রী আত্মসাৎ করা থেকে বিরত থাকবেন। এছাড়া কোনো মাদক ব্যাবসায়ীকে ছাড় দেওয়া হবে না। তারা যত কাদা পানিতে থাকুক তাদেরকে আইনের আওতায় আনা হবে’।
বুধবার (০২ সেপ্টেম্বর) আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা শ্রীপুর, কুড়িকাহুনিয়া, হরিশখালি ও চাকলাসহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে লস্করি খাজরা প্রাইমারি স্কুল চত্বরে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) শেখ মো. ইয়াছিন আলী, সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার (ওসি) মহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবির, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন জেলা পুলিশের পক্ষ থেকে প্রতাপনগরের ৩শ’ ৫০ বানভাসি পরিবারের মধ্যে ত্রাণের প্যাকেজ বিতরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version