Site icon suprovatsatkhira.com

বলাকা ক্রীড়া চক্রের সাথে জেলা ক্রীড়া ঐক্য পরিষদের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনকে সামনে রেখে জেলা ক্রীড়া ঐক্য পরিষদের সাধরণ সম্পাদক প্রার্থী এ কে এম আনিছুর রহমানসহ তার পরিষদের সকল প্রার্থীদের সাথে বলাকা ক্রীড়া চক্রের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পুরাতন সাতক্ষীরা বলাকা ক্রীড়া চক্রের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বলাকা ক্রীড়া চক্রের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক আব্দুল করিমের উপস্থিতিতে সভায় অংশ নেন বলাকা ক্রীড়া চক্রের কর্মকর্তারা। এসময় তারা সাতক্ষীরার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য জেলা ক্রীড়া সংস্থার বর্তমান নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানান। একই সাথে ক্রীড়া সংস্থার সার্বিক কার্যক্রমকে গতিশীল রাখার জন্য আগামী দিনে সবাই একসাথে চলার প্রত্যয় ব্যক্ত করে আগামী নির্বাচনে জেলা ক্রীড়া ঐক্য পরিষদকে সর্মথন জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন, ইয়ং বলাকা ক্লাবের সভাপতি সালমান, সাধারণ সম্পাদক গনি, রিপনসহ ক্লাবের কর্মকর্তারা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version