সেপ্টেম্বর ৯, ২০২০
ফেসবুকের ভুয়া আইডি থেকে আপত্তিকর ছবি: তালায় ছাত্রীর আত্মহনন
নিজস্ব প্রতিনিধি : ফেইসবুকে ভুয়া আইডি খুলে আপত্তিকর ছবি ও যুবকের বখাটেপনায় তালায় এক কিশোরী ছাত্রীর আত্মহননের ঘটনা ঘটেছে। আত্মহননকারী মেয়েটির নাম বিউটি মন্ডল। সে এবছর মাধ্যমিক পরীক্ষায় পাস করে। তবে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, ‘উপজেলার খেশরা ইউনিয়নের নিতাই মন্ডলের মেয়ে বিউটি মন্ডল বুধবার দুপুরে ঘরের আড়ার সাথে গলায় ওড়না জড়িয়ে আত্মহনন করে’। তিনি আরও জানান, ‘সম্প্রতি নিতাই মন্ডল থানায় একটি অভিযোগ দিয়ে জানান, ‘নীল নদী বিউটি’ নামের একটি ফেক আইডি থেকে বিউটির আপত্তিকর ছবি ছড়িয়ে তার মেয়ের জীবনকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। যার সাথে মৃত্যুঞ্জয় রায় নামের স্থানীয় শহীদ জিয়া কলেজের এক শিক্ষার্থীর জড়িত থাকার অভিযোগ দেয়া হয়’। তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, ‘মৃত্যুঞ্জয় নামের ছেলেটির কল লিস্ট চেক করা হবে এবং এ ঘটনায় আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে’। বিউটি মন্ডলের বাবা বলেন, ‘দুইদিন আগেও তিনি থানায় গিয়েছিলেন, বখাটে মৃত্যুঞ্জয় তার মেয়ের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছিল। আগে থেকে যদি এই বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতো তাহলে তার মেয়ের প্রাণ দিতে হতো না’। 8,026,833 total views, 626 views today |
|
|
|