নিজস্ব প্রতিনিধি : প্রয়াত বীর উত্তম মেজর জেনারেল (অব:) সি আর দত্ত স্মরণে শোক জ্ঞাপন করেছে আশাশুনি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি উপজেলা মোড়ে ব্যানারসহ রাস্তায় দাঁড়িয়ে কালো ব্যাজ ধারণ করে মৌনতা অবলম্বন করে মুক্তিযুদ্ধের বীর সেনানী প্রয়াত এ যোদ্ধার পরমাত্মার শান্তি কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সেক্রেটারি দীপক মÐল, সদর কালী মন্দিরের সভাপতি দীপন মন্ডল, সেক্রেটারি কাজল মÐল, বিমল কৃষ্ণ সানা প্রমুখ।