নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌর মেয়রের হস্তক্ষেপে প্রভাবশালীদের অমানবিক অত্যাচার থেকে রাহুমুক্ত হয়ে বাড়ি প্রবেশ ও চলাচলের রাস্তা ফিরে পেল একটি ভূক্তভোগী পরিবার। পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র কাছে অভিযোগের ভিত্তিতে গত ০২ সেপ্টেম্বর সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের রসুলপুর রজনীগন্ধা আবাসিক এলাকার ব্যাংক কলোনিতে সরেজমিনে গিয়ে মেয়র পৌর কাউন্সিলারদের সাথে নিয়ে পাঁচিল ভেঙে দেন এবং বর্বোরতম নির্যাতনের স্বীকার পরিবারটিকে প্রভাবশালীদের হাত থেকে রাহুমুক্ত করেন। ঐ পরিবারটিকে পৌরসভার রাস্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করে দেন পৌর মেয়র। বৃ