Site icon suprovatsatkhira.com

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুবলীগের উদ্যোগে পোশাক ও খাদ্য বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের দিকনির্দেশনায় সাতক্ষীরায় চার দিনের কর্মসূচি গ্রহণ করেছে যুবলীগের নেতা-কর্মীরা। কর্মসূচি সফল করতে শনিবার (২৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহির উদ্যোগে হতদরিদ্র অসহায় শিশুদের মাঝে পোশাক ও রান্না করা খাদ্য বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য কাজী আক্তার হোসেন, সদস্য আব্দুস সবুর, সদস্য মো. বেলাল, সদস্য জিয়াউর বিন যাদু, সদস্য মনোয়ার হোসেন অনু, যুবনেতা মো. আনোয়ার হোসেন রাজু, সাতক্ষীরা জজ কোর্টের এ পিপি অ্যাড. তামীম আহমেদ সোহাগ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. রাজীব আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম কাজলসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version