নিজস্ব প্রতিনিধি : ‘বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’ স্বামী বিবেকানন্দের এই বাণীকে শিরোধার্য করে আশাশুনির প্রতাপনগরে প্লাবিত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বাংলাদেশ ও বিবেকানন্দ হিউম্যান সেন্টার লন্ডনের সহযোগিতায় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ইউনিয়নের ৯০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য-সামগ্রী বিতরণ করেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বরূপ চন্দ্র ঘোষ, সদস্য পার্থ সরকার, সুজয় দাশ, দীপ্ত দাশ, জগন্নাথ ব্যানার্জী, শুভ, মিলন বিশ্বাস, প্রশান্ত কর্মকার প্রমুখ।
প্রতাপনগরে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/