নিজস্ব প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগরে বন্যাদূর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জি এম স্পর্শ।
বৃহস্পতিবার( ৩ সেপ্টেম্বর) দুপুরে প্রতাপনগর ইউনিয়নের বন্যাদূর্গত শতাধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করতে গিয়ে তিনি বলেন- মানুষ হিসেবে মানুষের জন্য কাজ করতে পারাটা সৌভাগ্যের। বন্যাদূর্গত মানুষের এই দুঃসময়ে আমাদের সাধ্যানুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি।