সেপ্টেম্বর ২৭, ২০২০
পানি নিষ্কাশনে ০৭ দিনের জন্য প্রাণ সায়র খালের বেড়ি-বাঁধ কাটার ঘোষণা দিলেন জেলা প্রশাসক
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা প্রাণ সায়র খালে বাঁধ দেওয়ায় জলাবদ্ধতায় পানি বন্দী সদরের লাবসা ইউনিয়নের মানুষের দুরবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। তিনি রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামে যান। এ সময় লাবসা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল আলীম জেলা প্রশাসকের কাছে অনুরোধ করে বলেন, জলাবদ্ধতা থেকে মুক্তির একটাই উপায় ১৫দিনের মত প্রাণ সায়র খালে দেওয়া বেড়ি বাঁধ কেটে দ্রæত পানি নিষ্কাশন করতে হবে। এই বাঁধ কাটা ছাড়া আর কোন উপায়ে ৪টি ইউনিয়নের এ পানি নিষ্কাশন সম্ভব নয়। এ সময় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলীম লাবসা ইউনিয়নের জলাবদ্ধতায় পানি-বন্দী মানুষের দুরবস্থা জেলা প্রশাসককে ঘুরে ঘুরে দেখান। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘সাতক্ষীরা সদরের ৪টি ইউনিয়নের পানি-বন্দী মানুষের পানি-বন্দী জীবন থেকে মুক্তির জন্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি স্যার আমাকে পাঠিয়েছেন আপনাদের মাঝে। খাল খনন জরুরী। কিন্তু সবার আগে আপনাদের এ পানি-বন্দী জীবন থেকে মুক্তি দেওয়া। আগামী ২৮ সেপ্টেম্বর সোমবার থেকে ৭দিনের জন্য পানি-বন্দী অসহায় মানুষের স্বার্থে প্রাণ সায়ের বাঁধ কেটে পানি নিষ্কাশন করা হবে। প্রয়োজন হলে পানি নিষ্কাশনের জন্য সময় বাড়ানোর আশ্বাস প্রদান করেন’। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, বল্লী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, লাবসা ইউনিয়নের ইউপি সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, ইউপি সদস্য কাজী মনিরুজ্জামান, ইউপি সদস্য জামির হোসেন, ইউপি সদস্য আরিজুল ইসলাম, ইউপি সদস্য আবু সাঈদ প্রমুখ। 7,963,236 total views, 6,461 views today |
|
|
|