সেপ্টেম্বর ২৫, ২০২০
পাটকেলঘাটায় মাদক কারবারীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
নাজমুল হক, পাটেকলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটার চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রহমানকে আটকের পর পাটকেলঘাটা বাজারে নিজেই প্রকাশ্যে জনসম্মুখে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের মৃত ফজর আলী শেখের ছেলে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে থানার পুলিশের একটি বিশেষ টিম তাকে আটক করে পাটকেলঘাটার বলফিল্ড মোড়ে ও কুমিরা বাজারে জনসম্মুখে এনে তার মুখ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি উপস্থিত জনগণকে শুনিয়ে যান। এ সময় আব্দুর রহমান নিজের মুখে বলেন, ‘ভাইয়েরা আপনারা জানেন আমি মাদক ব্যবসা করে খাই। গতকাল গভীর রাতে তালা পাটকেলঘাটা সার্কেল এসপি হুমায়ুন কবির স্যারের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ টিম আমার বাড়িতে অভিযান চালালে আমি আমার ঘরের খাটের নীচ থেকে ৫ বোতল ফেন্সিডিল, ১৫ পিচ ইয়াবা ও ৩শ’ গ্রাম গাঁজা বের করে দিয়েছি। আমি এ ব্যবসা আর করব না আপনারাও কেউ আমার মত এ ঘৃণ্য ব্যবসায় জড়িত হবেন না। আমি জীবনে অনেক অপরাধ করেছি’। এ ব্যাপারে পাটকেলঘাটা থানার তদন্ত ওসি জেল্লাল হোসেন জানান, ‘থানায় একটি মামলা হয়েছে’। তিনি আরও জানান, ‘আসামি আব্দুর রহমানকে শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে’। 7,988,122 total views, 4,392 views today |
|
|
|