সেপ্টেম্বর ১৮, ২০২০
নারী ও মেয়েদের অধিকার সুরক্ষাকারীদের সহায়তা প্রদান শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
নিজস্ব প্রতিনিধি : ‘বাংলাদেশে নারী ও মেয়েদের অধিকার সুরক্ষাকারীদের সহায়তা প্রদান’ শীর্ষক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিউজ নেটওয়ার্ক এর আয়োজনে সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারের সম্মেলন কক্ষে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তিন দিনের উক্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। তিন দিনের এই কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, বাংলাদেশ মহিলা পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেখা সাহা। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, নিউজ নেটওয়ার্কের যশোর আঞ্চলিক সমন্বয়ক ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার আহমেদ সাঈদ বুলবুল, জেলা সমন্বক এম কামরুজ্জামান, নিউজ নেটওয়ার্ক কর্মকর্তা মুসলিমা আক্তার মৌ প্রমুখ। কর্মশালায় সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতা, উন্নয়ন-কর্মী, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন। প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নিউজ নেটওয়ার্ক এর এই প্রশিক্ষণ চারটি ব্যাচে সাতক্ষীরায় ১২দিন ব্যাপী চলবে। যা গত ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। 8,027,165 total views, 958 views today |
|
|
|