স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী সফল রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের দিকনির্দেশনায় সাতক্ষীরায় চার দিনের কর্মসূচি গ্রহণ করেছে যুবলীগের নেতা-কর্মীরা। এ উপলক্ষে জেলা যুবলীগের সিনিয়র সদস্য মহি আলমের নেতৃত্বে সোমবার (২৮ সেপ্টেম্বর) আলোচনা সভা, দোয়া এবং সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে কেক কেটে পালন করা হয় প্রধানমন্ত্রীর জন্মদিন। এ সময় সকল জেলা যুবলীগের সদস্য কাজী আক্তার হোসেন, সদস্য আব্দুস সবুর, সদস্য মো. বেলাল, সদস্য জিয়াউর বিন যাদু, সদস্য মনোয়ার হোসেন অনু, যুবনেতা মো. আনোয়ার হোসেন রাজু, সাতক্ষীরা জজ কোর্টের এ পিপি অ্যাড. তামীম আহমেদ সোহাগ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. রাজীব আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম কাজলসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নানা আয়োজনে যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/