Site icon suprovatsatkhira.com

নাগরিক আন্দোলন মঞ্চ থেকে ১০ বিশিষ্ট ব্যক্তির পদত্যাগ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার নাগরিক আন্দোলন মঞ্চ থেকে ১০ বিশিষ্ট ব্যক্তি পদত্যাগ করেন। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ বিশিষ্ট ব্যক্তির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী। সূত্রে প্রকাশ, আমরা নিæ স্বাক্ষরকারীগণ নাগরিক আন্দোলন মঞ্চের বর্তমান সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম কর্তৃক সংগঠনের শৃঙ্খলা বিরোধী ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপ, অর্থনৈতিক জবাবদিহিতা না থাকা, আলোচনা ছাড়া অশোভন কর্মসূচী প্রদান, ব্যক্তি স্বার্থে সংগঠনের নাম ব্যবহার ইত্যাদির মতো কর্মকান্ডে লিপ্ত থাকা এবং সংগঠনের কার্যকলাপ গঠনতান্ত্রিক নিয়মে পরিচালিত না করায় সংগঠনের সাংবিধানিক পদ ও সাধারণ সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ প্রদান করেন। বর্তমানে সংগঠনের কোনো কর্মকান্ডের দায় ১০ বিশিষ্ট ব্যক্তির থাকবে না। বিশিষ্ট ব্যক্তিগণ হলেন, নাগরিক আন্দোলন মঞ্চের সহ-সভাপতি সুধাংশ শেখর সরকার, শেখ ওবায়েদুস সুলতান বাবলু, নিত্যানন্দ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তাফা নুরুল আলম, মাধব চন্দ্র দত্ত, অ্যাড. খগেন্দ্রনাথ ঘোষ, আশরাফ কামাল, মো: আনোয়ার জাহিদ (তপন), মো: দিদারুল আলম (হেলাল)।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version