জয়নগর (কলারোয়া) প্রতিনিধি : প্রশাসনের অনুমতি ছাড়াই সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে ধানদিয়া চৌরাস্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী আনোয়ার হোসেন গাজীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ধানদিয়া ত্রিশমাইল রাস্তার পাশে লাগানো সরকারি একটি আমগাছ কাটার ঘটনা ঘটে। সরকারি গাছ কাটার পর বাজার কমিটির সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গাছ কাটার বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন গাজী জানান, আম গাছটি তার জমির ফসল নষ্ট করছে তাই তিনি স্থানীয় ইউপি সদস্যের অনুমতি নিয়ে গাছ কেটেছেন। জয়নগর ইউনিয়ন উপ-সহকারী ভূমি অফিসের কর্মকর্তা আজিজ হাসান জানান, ‘গাছ কাটার বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে’।
7,969,370 total views, 3,004 views today