নিজস্ব প্রতিনিধি : ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম, গণপূর্ত প্রকৌশলী দেলোওয়ার হোসেনসহ ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক ও সকল সরকারি, কর্মকর্তা-কর্মচারীর উপর হত্যার উদ্দেশ্যে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, আশাশুনি সরকারি কলেজের অফিসার ইনচার্জ মিজানুর রহমান, প্রকৌশলী আখতারুজ্জামান, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল ইসলাম প্রমুখ। বক্তারা সারাদেশে সরকারি কর্মকর্তা কর্মচারীর উপর কাপুরোষচিত বর্বর হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দেশের উন্নয়নে কর্মস্থলে নির্বিঘেœ নিরাপদে রাষ্ট্রের সেবা করে যাওয়ার পরিবেশ সৃষ্টির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।