সেপ্টেম্বর ২০, ২০২০
দেবহাটা প্রেসক্লাবে সম্মিলিত কমিটির দাবি সাংবাদিকদের
কাদের মহিউদ্দীন : সাংবাদিক জাতির বিবেক, কিন্তু বর্তমানে দেবহাটার অনেক সাংবাদিক বিবেক জলাঞ্জলি দিয়ে হলুদ সাংবাদিকতার ফলে জনমনে সাংবাদিক নিয়ে প্রশ্ন উঠেছে। এরাও সাংবাদিক? যার ফলশ্রæতিতে দেবহাটা উপজেলায় সুবিধা বঞ্চিত সাংবাদিকরা ইচ্ছা মত প্রেসক্লাব তৈরি করে কাজ পরিচালনা করছেন। ফলে সাংবাদিকের অন্তর্দ্ব›েদ্ব দেবহাটা জনপদে সাধারণ মানুষ অতিষ্ঠ। ইতিমধ্যে দেবহাটা উপজেলা প্রেসক্লাবে তিনটি কমিটি। আব্দুল ওহাব ও শাওনের নেতৃত্বে দেবহাটা প্রেসক্লাব, আব্দুর রব লিঠু ও আর কে বাপ্পার নেতৃত্বে দেবহাটা প্রেসক্লাব, সুজন-মুকুলের নেতৃত্বে দেবহাটা প্রেসক্লাব। একটি প্রেসক্লাবকে নিয়ে এতটা কমিটি যা অত্যন্ত হাস্যকর। বহুদিন যাবৎ দেবহাটা প্রেসক্লাব অন্তর্দ্ব›েদ্ব স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে বার্থ। যা সাংবাদিকদের জন্য একটা লজ্জাকর বিষয়। গত ১৭ই সেপ্টেম্বর ওহাব-শাওন গ্রæপ ও লিঠু গ্রæপের একটি অংশকে নিয়ে তড়িঘড়ি করে ৭ সদস্য বিশিষ্ট একটি আহŸায়ক কমিটি গঠন করা হয়। এর ফলে বাকি সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। গতকাল ১৯ সেপ্টেম্বর, বেলা ১টায় দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবগঠিত আহŸায়ক কমিটির সাংবাদিকদের নিয়ে থানায় বৈঠকে বসেন। তিনি সবাইকে নিয়ে সম্মিলিত একটি কমিটি গঠন করার জন্য আহŸায়ক কমিটিকে নির্দেশ দেন। একই দিনে সন্ধ্যা ৭টায় আর কে বাপ্পার নেতৃত্বে দেবহাটা উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা বৈঠক করেন সেখানেও তিনি সম্মিলিতভাবে কমিটি গঠন করার প্রস্তাব রাখেন এবং আইন শৃঙ্খলা ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। ইতি মধ্যে গতকাল ১১টায় দেবহাটা প্রেসক্লাবের তালা ভেঙে নতুন কমিটি মিটিং করেছেন এবং ১লা অক্টোবর দেবহাটা উপজেলা প্রেসক্লাবের ভোটাভুটি তারিখ ঘোষণা করেছে। অন্য গ্রæপ বিষয়টি প্রশাসনের অবহিত করেছেন এবং সবাইকে নিয়ে সম্মিলিতভাবে একটি কমিটি গঠন করার প্রস্তাব রেখেছেন। এমন পরিস্থিতিতে দেবহাটার মানুষ মনে করে শিক্ষিত, মাদকমুক্ত, দক্ষ সাংবাদিকদের নিয়ে দেবহাটা প্রেসক্লাবে নির্বাচন দেওয়া উচিত। এজন্য প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন এবং নীতিমালার মধ্যে ভোটার হওয়ার ব্যবস্থা করে তারপর নির্বাচন দিতে হবে। তা না হলে সেই আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে, প্রশ্নবিদ্ধ হবে দেবহাটা প্রেসক্লাব। এ বিষয়ে দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ‘দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র এ প্রতিবেদকে জানান, ‘বহুদিন দেবহাটার সাংবাদিক দ্বিধাবিভক্ত। সময় এসেছে বিষয়টি নিয়ে ভাববার। আমরা বিষয়টি ইতিমধ্যে আলোচনা শুরু করেছি। আমি আশাবাদি সবাইকে নিয়ে সম্মিলিতভাবে একটি কমিটি গঠন করার ব্যাপারে সহযোগিতা করব সাংবাদিক বন্ধুদের। 8,013,224 total views, 8,124 views today |
|
|
|