কাদের মহিউদ্দীন : দেবহাটায় পুলিশের অভিযানে রাশিদুর রহমান নামে সি.আর মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেবহাটা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার উত্তর সখিপুর এলাকার ফরেজুর রহমানের ছেলে। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলীর তত্ত¡াবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে এএসআই (নি.) রসিদুল ইসলাম, এএসআই (নি.) সোহেল উদ্দীন ও ফোর্স এর সহায়তায় সিআর ১৮৪/২০২০ (দেব.) মামলার আসামি রাশিদুরকে গ্রেফতার করা হয়। আসামিকে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।