সেপ্টেম্বর ২৯, ২০২০
দেবহাটায় শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত
কাদের মহিউদ্দীন : দেবহাটায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজের সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মো. তিতুমীর, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। একইদিনে রাত্র ৯টায় আওয়ামী লীগের দেবহাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির আহŸানে এবং পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগিতায় পারুলিয়া ইউনিয়ন পরিষদের মিলনায়তনে কেক কেটে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। উক্ত কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপজেলা সেক্রেটারি মনিরুজ্জামান মনি, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন আওয়ামী নেতা আরশাদ মোল্ল্যা, শফিকুর রহমার সেজ খোকন, যবুলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর, যুবলীগের সেক্রেটারি বিজয় ঘোষ, মনিরুল ইসলাম মনি, লোকমান হোসেন, রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। শুরুতে দেশনেত্রী ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এবং কেক কাটা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতারা বক্তব্য রাখেন। এছাড়া মুক্তিযোদ্ধা কিশোরকমান্ড, ও সহযোগি সংগঠনের পক্ষ থেকেও অনুরুপ অনুষ্ঠান পালিত হয়েছে। 7,987,898 total views, 4,168 views today |
|
|
|