নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় মোবাইল টাওয়ারে চুরি করতে এসে পিকআপ সহ ২ ব্যক্তি আটক হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন, খুলনা জেলার দৌলতপুর উপজেলার মহেস্বরপাশা গ্রামের আনোয়ার মল্লিকের ছেলে রুবেল মল্লিক ও একই এলাকার আলম শেখের ছেলে আসলাম শেখ। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই আসিফ মাহমুদ ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের আটক হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত পিকআপ, মোবাইল টাওয়ারের ব্যাটারি ও জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার হয়। আটক ২ ব্যক্তি আন্তঃ জেলা চোর চক্রের সদস্য বলে জানায় পুলিশ। দেবহাটা থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার জানান, মোবাইল টাওয়ারে চুরি করে পালানোর সময় পুলিশ তাদেরকে আটক করা হয়। মোবাইল কোম্পানি পক্ষ থেকে অভিযোগ প্রদান করলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।