Site icon suprovatsatkhira.com

দেবহাটায় ব্র্যাকের অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় দেবহাটা উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত জন-অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মিলন চৌধুরীর সভাপতিত্বে স্কুলের ভবন নির্মাণ কাজের বিভিন্ন বিষয়ে নাগরিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার। এসময় নাগরিকগণ কি ভাবে মানসম্মত নির্মাণ সামগ্রী ইট, সিমেন্ট, রড, বালু ও খোয়ার ব্যবহার নিশ্চিত করে সংশ্লিষ্ঠ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে নির্মাণ কাজ বুঝে নেবেন সে বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি চলমান নির্মাণ কাজে কোন ত্রæটি থাকলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকৌশলী বা ব্র্যাক কর্মকর্তাদের সে বিষয়ে অবহিত করার জন্যও স্থানীয় নাগরিকদের পরামর্শ দেয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক হুমায়ন কবির, উপজেলা ব্যবস্থাপক আহম্মদ আলী খাঁন, ফিল্ড অফিসার শামছুন্নাহার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য হাফিজুর রহমান প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version