নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় আর্ন্তজাতিক শান্তি দিবসের সমাপনী ও ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে জিসার্পের আর্থিক সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে পিস কনসোর্টিয়াম (উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জন-সম্পৃক্ত করণ) প্রকল্পের আওতায় পিস ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সারে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। ফটোগ্রাফি প্রতিযোগিতার বিষয় ছিল ‘সবে মিলে এক সাথে, সৌহার্দ্য ও শান্তির পথে’ নির্দিষ্ট বিষয়ের উপর যে কোন সময়ের নিজের তোলা ২ কপি ছবি অনলাইনে পাঠানোর কথা ছিল। এবারের শান্তি দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শান্তির পথে এক সাথে’। শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য এই তিনটি বিষয়কে সামনে রেখে শান্তি দিবস পালন করা হয়। শান্তির পথে এক সাথে তারুণ্যের উচ্ছ¡াসে নব জীবনে সম্প্রীতি ও সংহতির ঐক্য-তানে সবে মিলে এক সাথে সৌহার্দ্য ও শান্তির পথে। পক্ষকাল ব্যাপী আর্ন্তজাতিক শান্তি দিবসের প্রচারাভিযান ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান সবুজ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি. এম. স্পর্শ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হাই, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, অবসর প্রাপ্ত শিক্ষক আফছার আলি, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সাংবাদিক মীর খায়রুল আলম, রিয়াজুল ইসলাম, উপজেলা সাইকোসোস্যাল কমিটির উত্তম কুমার রায়, ফিরোজ হোসেন, ইউপি সদস্য মোক্তার আলি, উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, উপজেলা মসজিদ ঈমাম মুফতি আব্দুর রহমান ও পিস ক্লাবের সদস্যবৃন্দ। পিস ক্লাবের সদস্যবৃন্দ তাদের কাজের অগ্রগতি উপস্থাপন করেন। পুরস্কৃতরা হলেন মো. রাজু ইসলাম রাজ, ও আছিয়া জামান, সখিপুর, দেবহাটা। আলোচনা অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন রুপান্তর প্রতিনিধি তহিদুজ্জামান (তহিদ) ।
দেবহাটায় আর্ন্তজাতিক শান্তি দিবসের সমাপনী ও ফটোগ্রাফির পুরস্কার বিতরণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/