বল্লী প্রতিনিধি : সদর উপজেলার ব্রহ্মরাজপুরে ঝড়, সাইক্লোন ও বজ্রপাত প্রতিরোধে দুইদিন ব্যাপী তালের বীজ রোপণ কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার ও শনিবার সকালে ‘পারমাছখোলা জনকল্যাণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। এ সময় প্রায় ৬শ’ তালের বীজ ইউনিয়নের বিভিন্ন রাস্তার ধারে রোপণ করা হয়। এ সময় সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।