সেপ্টেম্বর ৫, ২০২০
দুর্নীতি মামলার সাক্ষীকে পিটিয়ে পা ভেঙে দেয়ার ঘটনায় থানায় মামালা
ডেস্ক রিপোর্ট : আশাশুনি উপজেলার আনুলিয়ায় এফিডেভিট করে না দেয়ায় দুর্নীতি মামলার সাক্ষীকে পিটিয়ে পা ভেঙে দেয়ার ঘটনায় তিন ইউপি সদস্য সহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২/৩ জনের নামে থানায় একটি মামলা হয়েছে। আহত হারুন শিকারীর স্ত্রী মরিয়ম খাতুন বাদী হয়ে শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে আশাশুনি থানায় এই মামলা দায়ের করেন। আহত হারুন শিকারী (৪৫) সাতক্ষীরার আশাশুনি উপজেলার মধ্যম একসরা গ্রামের মৃত জেহের আলী শিকারীর ছেলে। বর্তমানে সে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। মামলার আসামিরা হলেন, আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের উত্তর একসরা গ্রামের মৃত জিয়াদ আলী সরদারের ছেলে ইউপি সদস্য মো. আলমগীর হোসেন (আলম), মধ্যম একসরা গ্রামের নুর ইসলাম সানার ছেলে ইউপি সদস্য মো. শওকত হোসেন, বিছট গ্রামের মৃত শুকচাঁদ মোল্যার ছেলে ইউপি সদস্য জিয়ারুল ইসলাম, উত্তর একসরা গ্রামের জাকিরুল ইসলাম সুজন, জাহাঙ্গীর সরদার, আশরাফুল মালি. রাজাপুর গ্রামের আব্দুস সামাদ, মধ্যম একসরা গ্রামের হাসান সানা, একই গ্রামের আবু ছাদেক শিকারী, জাহাঙ্গীর হোসেন ও আছাফুর হালদার সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন। বিস্তারিত পত্রিকায়…………….. 8,958,434 total views, 14,184 views today |
|
|
|