Site icon suprovatsatkhira.com

তুজুলপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখী সংঘর্ষে নিহত-২ আহত-৩

স্টাফ রিপোর্টার : সদর উপজেলার তুজুলপুরে মর্মমান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বার) সকাল ৮ টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের তুজুলপুর ইটভাটার সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে তিন জন আরোহী ঝাউডাঙ্গার দিকে যাচ্ছিল। অপরদিক থেকে আসা একটি ট্রলির সাথে তুজুলপুর ইটভাটার সামনে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত চার জনকে ফায়ার সার্ভিসের একটি টিম সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের তথ্য মতে নিহতরা হলেন, সাতক্ষীরা শহরের বদ্দিপুর কলোনী এলাকার মোফাব্বর আলীর ছেলে রাকিবুর রহমান (২৪) ও শহরের মুনজিতপুর এলাকার আমজেদ আলীর ছেলে মোখলেছুর রহমান (২৮)। আহত তিন জন হলেন, সাতক্ষীরা সদর উপজেলার রামেরডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে শাহজাহান কবির, শহরের বদ্দীপুর কলোনী এলাকার আছাদুল ইসলামের ছেলে সামছুর রহমান ও মোহনপুর এলাকার মৃত রহমতউল্লাহ’র ছেলে এনতাজ আলী। হাসপাতাল সূত্র আরও জানায়, আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version