সেপ্টেম্বর ৭, ২০২০
তালা সুনাম কমিটির মাসিক সভা ও শারীর ত্রাণ
তালা প্রতিনিধি: সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) এর সাতক্ষীরার তালা উপজেলা শাখার মাসিক সভা সোমবার সকাল ১১টায় তালা উপজেলা সদরের ডাকবাংলোয় অনুষ্ঠিত হয়েছে। সংগঠণটির তালা উপজেলা সভাপতি রিয়াদ হোসেন বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপন্থিত থেকে বক্তব্য দেন বেসরকারি সংগঠণ শারী এর নির্বাহী পরিচালক শক্তিময়ী হীরা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শারীর গবেষক প্রীতিলতা বিশ্বাস, প্রোগ্রাম অফিসার বিষ্ণুপদ দাস, কর্মসুচি সংগঠক শান্তনু দাস, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, দলিত কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ, জেলা পরিষদ সদস্য ও সাংবাইদক মীর জাকির হোসেন, দলিত পরিষদের সভাপতি উদয় দ, উদ্দীপ্ত মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জয়র্ন্তী রানী দাস প্রমুখ। 8,017,680 total views, 2,733 views today |
|
|
|