নিজস্ব প্রতিনিধি : তালা উপজেলার জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোতালেব মোড়ল (৭৪) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—-রাজিউন)। বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০মিনিটে উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জালালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় তালা কলারোয়া আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের রোগে ভুগছিলেন। মুক্তিযোদ্ধা মোতালেব মোড়লের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।