সেপ্টেম্বর ৩০, ২০২০
তালায় পুত্রের বিরুদ্ধে পিতাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
তালা প্রতিনিধি : তালায় ছেলেদের নামে জমি লিখে না দেয়ায় দুই পুত্র ও ভাই মিলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে অসহায় পিতাকে। ঘটনাটি ঘটেছে উপজেলার জাতপুর গ্রামে। এ ঘটনায় তালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তালা থানার ওসি মো. মেহেদী রাসেল বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী অসহায় পিতা উপজেলার জাতপুর গ্রামের মৃত: ইসমাইল শেখের পুত্র শেখ অজিয়ার রহমান জানান, তার ২ পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। দুই পুত্র পড়ালেখা শেষ করে বর্তমানে চাকুরি করছে। তাদের পড়াশোনা করাতে ও চাকুরির ব্যবস্থা করতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে যান তিনি। এক পর্যায়ে তিনি আর্থিক অনটন কাটিয়ে উঠতে তালা সোনালী ব্যাংক হতে ঋণ গ্রহণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ঋণ পরিশোধ করতে গিয়ে হিমশিম পোহাতে হচ্ছিল অজিয়ার রহমানের। এক পর্যায়ে তার ছোট ভাই শেখ আজিজুর রহমানের কু-পরামর্শে তার ২ পুত্র আব্দুল্লাহ আল মামুন ও মো. মেহেদী হাসান পিতার ব্যাংকের ঋণ পরিশোধ করবে বলে ২০ শতাংশ জমি লিখে নেয়। কিন্তু অদ্যাবধি তারা উক্ত বকেয়া ঋণের কোন টাকা পরিশোধ করেনি। এ বিষয়ে ছেলেদেরকে জানতে চাইলে ও তাদেরকে বকাঝকা করলে তারা গত ১৭ মে বাড়ি থেকে পিতাকে বের করে দেয়। এরপর থেকে বাড়ির বাইরে সরকারি খাসের জায়গায় একটি কুঁড়েঘর নির্মাণ করে সেখানে একাকী বসবাস করতেন অজিয়ার রহমান। কিন্তু তাতেও ছোট ভাই ও দুই ছেলের রোষানল থেকে তিনি রক্ষা পাননি। সেখান থেকে গত ২৭ সেপ্টেম্বর (রবিবার) সকালে ছোট ভাই আজিজুর, ছোট পুত্র বর্তমানে সাতক্ষীরা সমবায় অফিসে কর্মরত মেহেদী হাসান ও ১০/১৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে সরকারি জায়গায় কুঁড়েঘরটিও ভেঙে দেয়ওয়াসহ ব্যাপক তান্ডব চালিয়ে ও বেদম মারপিট করে অজিয়ার রহমানকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্স যোগে অজিয়ার রহমানকে খুলনা আদ্-দ্বীন হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তালা হাসপাতালে ভর্তি করা হয়। সরেজমিনে এলাকায় গিয়ে এসব তথ্যের সত্যতা পাওয়া গেছে। এদিকে ছোট ভাই ও পুত্র কর্তৃক বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার ঘটনায় তালা থানায় একটি অভিযোগ করে ভুক্তভোগী অজিয়ার রহমান। তিনি বিষয়টি খতিয়ে দেখতে তালা থানার ওসি, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। তালা থানার ওসি মো. মেহেদী রাসেল বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে কোন সুরাহা হয়নি। 7,969,205 total views, 2,839 views today |
|
|
|