নিজস্ব প্রতিনিধি : ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই ¯েøাগানে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে তালা উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তালা সদরে ৪২ হাজার গ্রাহকের বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে এ সাব জোনাল অফিসের উদ্বোধন করেন তালা কলারোয়া-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লা। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সন্তেষ কুমার সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানা অফিসার ইনচার্জ মো. মেহেদি রাসেল, আওয়ামী লীগ নেতা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য সচিব মো. সাইপুল ইসলামসহ উপজেলা প্রশাসন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
7,963,741 total views, 6,966 views today