Site icon suprovatsatkhira.com

তালায় ক্ষুদ্র ঋণের চেক বিতরণ

তালা প্রতিনিধি : জাতীয় মহিলা সংস্থা তালা উপজেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণ প্রাপ্ত ৩৭ জন মহিলার মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসের কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা পরিচালিত মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের চেক বিতরণ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। এ সময় জাতীয় মহিলা সংস্থা তালা উপজেলা শাখার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা, জাতীয় মহিলা সংস্থা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।
তালায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় কর্মশালা
তালা প্রতিনিধি : তালায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে শিশু অধিকার ও মানবাধিকার নেটওয়ার্ক-ভুক্ত এনজিও প্রতিনিধিদের সাথে কৌশলগত পরিকল্পনা ও যৌথ কার্যক্রম বিষয়ক দুই-দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তালা উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইনসিডিন বাংলাদেশ আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। ইনসিডিন বাংলাদেশ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সাকিবুর রহমানের পরিচালনায় কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সাতক্ষীরা জেলার উপ-পরিচালক মো. রোকনুজ্জামান। এ সময় তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, তালা থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার শেখ আব্দুল আউয়াল, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মো. মফিজ উদ্দীন, তালা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এ ময়নুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, সাংবাদিক গাজী জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version