সুমন কর্মকার, মাগুরা (তালা) প্রতিনিধি : আম্পানের ক্ষত কাটিয়ে ওঠার আগেই বাজারে পানের মূল্যে ধস নামায় বিপাকে পড়েছে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের পান চাষিরা। পান চাষিরা বলছেন, হঠাৎ করে বাজারে পানের দাম কমে যাওয়ায় পরিবার নিয়ে পড়েছে মহা বিপদে। পানের বাজার দর কমে যাওয়ায় এ বছর পান চাষে লাভের পরিবর্তে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে পান চাষিদের। বারুইপাড়া গ্রামের পান চাষি গোলক দেবনাথ জানান, ‘আগে যে পানের পণ প্রতি ১শ’ ৭০ থেকে ২শ’ ২০ টাকায় বিক্রি হত এখন ওই পান বিক্রি হচ্ছে মাত্র ৪০ থেকে ৬০ টাকায়। এছাড়া যে পান ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হত এখন সেই পান পণ প্রতি ৫ থেকে ১০ টাকায় বিক্রি করতে হিমশিম খাচ্ছে চাষিরা’।
পান চাষি কৃষ্ণপদ জানান, ‘বর্তমানে ৪ থেকে ৫ গাদি পান বিক্রি করে যে টাকা পাচ্ছি তা আগের এক গাদি পানের দামের সমান’। পান চাষি প্রভাত আইচ জানান, ‘আমার ৪ বিঘা পানের বরজ। পানে দাম না থাকায় বরজের খরচ পরিবার আর সমিতির লোন টানতে হিমশিম খেতে হচ্ছে। যে কারণে পরিবার নিয়ে অতি কষ্টে দিন কাটছে। অল্পকিছু পান থাকলেও বাজারে দাম পাচ্ছি না’। তবে ইউনিয়নের বেশিরভাগ পান চাষিরা বলছেন, বাজারে হঠাৎ করে পানের দাম কমে যাওয়ায় ঋণ ও জোন মজুরির টাকা কি ভাবে শোধ করব তার উপায় খুঁজে পাচ্ছি না। পান চাষ করা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোন উপায় দেখছি না। এমনিভাবে পানের দাম কমতে থাকায় পান চাষে আগ্রহ হারাতে শুরু করেছে পান চাষিরা। এমতাবস্থায় সরকারি পৃষ্ঠপোষকতাসহ পানের বাজার মনিটরিং করে পানের ন্যায্য মূল্যের দাবি জানিয়েছেন পান চাষিরা।
তালার মাগুরায় আম্পানের ক্ষত কাটিয়ে ওঠার আগেই পান বাজারে ধস
https://www.facebook.com/dailysuprovatsatkhira/