সেপ্টেম্বর ২৩, ২০২০
জেলা লিগ্যাল এইড প্যানেল আইনজীবীদের ত্রৈমাসিক সভা
ডেস্ক রিপোর্ট : জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা কর্মসূচির অগ্রগতি বিষয়ে জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় জেলা জজ সম্মেলন কক্ষে লিগ্যাল এইড চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সহকারী জজ সালমা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম শাহ আলম, অ্যাড. আবদুল জলিল, অ্যাড. খায়রুল বদিউজ্জামান, অ্যাড. জিয়াউর রহমান, অ্যাড. রঘুনাথ মন্ডল, অ্যাড. নাজমুন নাহার ঝুমুর, অ্যাড. মুনিরউদ্দীন, অ্যাড. আব্দুর রাজ্জাক, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. মেহেদী হাসান, অ্যাড. আকরাম হোসেন প্রমুখ। সভায় ৩০জন প্যানেল আইনজীবী উপস্থিত ছিলেন। সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, ‘প্রতিশ্রæতি বাস্তবায়ন না হলে, স্বাধীনতার সুফল আমরা পাব না। আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য থাকবে অসহায় দরিদ্র মানুষ যেন সরকারি খরচে দ্রæত ন্যায় বিচার পায়’। সভায় লিগ্যাল এইড এর মামলার বিষয় নিয়ে এবং সমস্যা নিয়ে পর্যালোচনা করা হয়। পর্যায়ক্রমে আরো সভা করার কথা বলা হয়। এছাড়া করোনার সময় সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানানো হয়। 7,988,314 total views, 81 views today |
|
|
|