নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম নান্টুর সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য মুহিদুল ইসলাম মহি, মনোয়ার হোসেন অনু, মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান সিদ্দিক, শেখ মিজানুর রহমান, কামরুল ইসলাম ও যুবলীগের নেতা কর্মীরা। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দেবহাটা উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও গীতা পাঠ করেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি মিঠুন ব্যানার্জী। বর্ধিত সভায় জেলা যুবলীগের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক বহিষ্কার হওয়ায় ৩০ জন সদস্যদের মধ্যে ২৪ জন সদস্য এবং সকল উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়কের উপস্থিতিতে সবাই মূল্যবান বক্তব্য প্রদান করেন। এ সময় জেলা যুবলীগের সদস্য স ম আব্দুস সাত্তার যুবলীগের সম্মান পুনরুদ্ধার করার জন্য করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে, ঘূর্ণিঝড় আম্পনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং বন্যা কবলিত উপক‚লীয় এলাকার মানুষের সাহায্য করার জন্য সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজকে জেলা যুবলীগের সদস্য করার নাম প্রস্তাব করেন এবং জেলা যুবলীগের অন্যতম সদস্য শেখ আসাদুজ্জামান লিটুর সমর্থনে হাউজ মুখরিত হয়। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম নান্টু জানান, সাতক্ষীরা জেলা যুবলীগ একটি মানবতার যুবলীগে রুপান্তরিত করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বর্তমানে জেলায় ৭০% বন্যা কবলিত এলাকা। আমাদের সকলকে বন্যা কবলিত উপক‚লীয় এলাকার মানুষের পাশে দাঁড়াতে হবে তাদেরকে সাহায্য করতে হবে তারা যাতে এই দুর্ভোগ থেকে রেহায় পায় সেই ব্যবস্থা করতে হবে। সেই সাথে সাবেক ছাত্র নেতা বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় নির্বাহী সদস্য জি এম ওয়াহিদ পারভেজের মত সকল সাবেক ছাত্র নেতাদের মানবিক সামাজিক কাজে এগিয়ে আসার আহŸান জানান এবং বন্যা কবলিত উপক‚লীয় এলাকার মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ জানান। অনুষ্ঠিত জরুরী বর্ধিত সভায় অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের সদস্য স ম আব্দুস সাত্তার।
জেলা যুবলীগের বর্ধিত সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/