ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেড প্রাঙ্গণে এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের এককালীন আনুতোষিক প্রদান এবং মাসব্যাপী সাফল্যপূর্ণ কাজের জন্য সাতক্ষীরা জেলা পুলিশের প্রতিটি ইউনিটের নির্বাচিত চৌকস অফিসার ও ফোর্সদের পুরস্কার প্রদান করেন। কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/