Site icon suprovatsatkhira.com

জেলা পরিষদের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

নিজস্ব প্রতিনিধি : ‘নিরাপদ মাছে ভরব দেশ মুজিব বর্ষে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা পরিষদের ব্যবস্থাপনায় এবং মৎস্য অধিদপ্তর সাতক্ষীরার সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদ সদস্য ওবায়দুর রহমান লাল্টু, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, হিসাব রক্ষক মো.আবু হুরায়রা প্রমুখ। এসময় জেলা পরিষদের পুকুরে ২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version